প্রথমবারের মতো স্মার্ট ব্যান্ডেজ তৈরী করেছে সিঙ্গাপুর

প্রথমবারের মতো স্মার্ট ব্যান্ডেজ তৈরী করেছে সিঙ্গাপুর

অনলাইন ডেস্ক

এই প্রথমবারের মতো বিশেষ ধরণের একটি স্মার্ট ব্যান্ডেজ তৈরী করেছে সিঙ্গাপুর। যা দিয়ে একটি অ্যাপের সাহায্যে কোনো দীর্ঘস্থায়ী ক্ষত সম্পর্কে পাওয়া যাবে বিস্তারিত তথ্য। কতদিন লাগতে পারে ক্ষত সারাতে, কিভাবে তাড়াতাড়ি সুস্থ হওয়া যাবে, সকল তথ্য দিয়ে দেবে এই নতুন আবিষ্কার।

রয়টার্স জানায়, সেন্সর যুক্ত করা স্বচ্ছ এই ব্যান্ডেজটি তৈরী করেছে সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গবেষকদের দল।

যার রয়েছে কোনো ক্ষত সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়ার বিশেষ কার্যক্ষমতা।

ভি কেয়ার নামের ব্যান্ডেজটি কেউ কোনো দীর্ঘস্থায়ী ক্ষতের ওপর লাগালে ১৫ মিনিটের মধ্যেই ক্ষতস্থানের তাপমাত্রা, ব্যাকটেরিয়ার ধরণ, পিএইচ ডাটা, এবং ক্ষতের প্রদাহজনক কারণগুলোর বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

যা কোনো চিকিৎসকের কাছে গেলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও ল্যাব টেস্টের জন্য সময় লাগে কয়েক ঘন্টা বা কয়েক দিন।
এটা তৈরির প্রকৃত উদ্দেশ্যই হচ্ছে, কয়েক ঘণ্টার কাজকে কয়েক মিনিটে সম্পন্ন করার ব্যবস্থা করে দেয়া।

আরও পড়ুন

দক্ষিণ কোরিয়ায় ৬৯ ছাত্রের বিরুদ্ধে কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ

কুয়েট শিক্ষকের রহস্যজনক মৃত্যু, তদন্ত চেয়ে শিক্ষার্থীদের অবস্থান

বর্তমানে ব্যান্ডেজটি দীর্ঘস্থায়ী ভেনাস আলসার বা পায়ের আলসারের রোগীদের ওপর পরীক্ষা করা হচ্ছে। ক্ষত নিরীক্ষণের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহে সক্ষমও হচ্ছেন গবেষকরা। ডায়াবেটিক ফুট আলসারের মতো অন্যান্য ক্ষতের জন্যও ব্যবহার করা যেতে পারে এই ব্যান্ডেজ।

 news24bd.tv/এমি-জান্নাত