বেকারত্ব ঘোচাতে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছেন শিক্ষিত তরুণ-তরুণীরা

Other

নরসিংদীতে বেকারত্ব ঘোচাতে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছেন শিক্ষিত তরুণ-তরুণীরা। হতদরিদ্ররা পাচ্ছেন বিনামূল্যে এই সেবা। দক্ষ ও পেশাদার চালক তৈরি করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ।  

নরসিংদীতে সেইপ, ওকাপ, আনসার ও বেসিক প্রশিক্ষণ এই চারটি প্রকল্পের অধীনে ড্রাইভিং প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।

হতদরিদ্র শিক্ষার্থীরাও বিনামূল্যে পাচ্ছেন এই সেবা।   এরই মধ্যে এ সেবার আওতায় ১ হাজার শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়ে হয়ে উঠেছেন দক্ষ চালক।

চাকরী না হওয়ায় বেকারত্ব ঘোচাতে বিকল্প পেশা হিসেবে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছেন শিক্ষিত এসব তরুণীরা।

দূর্ঘটনা রোধে সঠিক ট্রাফিক আইন ও দক্ষ চালক হিসেবে দেশে ও প্রবাসে এই পেশায় কাজ করার জন্যই এই প্রশিক্ষণ নিচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

সংশ্লিস্টরা জানান, হতদরিদ্রদের  জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি  ফ্রি ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হচ্ছে ।

শিক্ষিত তরুণ-তরুণীরা যদি এটাকে পেশা হিসেবে বেছে নেয় তাহলে সড়কে  দূর্ঘটনা অনেকটা কমবে বলে মনে করেন  ট্রাফিকের এই কর্মকর্তা।

সড়ক দূর্ঘটনা রোধে সারাদেশে ১ লাখ দক্ষ চালক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশেন (বিআরটিসি)।

আরও পড়ুন


বাসে আগুন দেয়ার ঘটনায় মামলা, আসামি ৮ শতাধিক

টেস্ট ছাড়া কেউ দেশে এলে ১৪ দিনের কোয়ারেন্টিন: স্বাস্থ্যমন্ত্রী


news24bd.tv/ কামরুল