মেয়র আব্বাসকে আদালতে সোপর্দ, ১০ দিনের রিমান্ড আবেদন

ফাইল ছবি

মেয়র আব্বাসকে আদালতে সোপর্দ, ১০ দিনের রিমান্ড আবেদন

অনলাইন ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার রাজশাহী কাটাখালী পৌরসভা মেয়র আব্বাস আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ গণমাধ্যমকে জানান, মেয়র আব্বাস আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে। দুপুরের দিকে আদালতে রিমান্ড শুনানি হবে।

পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেছে।

এর আগে গতকাল বুধবার সকালে কাকরাইলের ঈশা খাঁ হোটেল থেকে মেয়র আব্বাস আলীকে গ্রেফতার করে র‍্যাব। সে সময় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছিলেন, দেশত্যাগের পরিকল্পনা ছিল মেয়র আব্বাসের। মামলা হওয়ার পর গত ২৩ নভেম্বর থেকে তিনি আত্মগোপন করেন।

উল্লেখ্য, রাজশাহীর সিটি গেটে জাতির পিতার ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে তিনটি মামলা হয়।

আরও পড়ুন


আমিনবাজারে ৬ ছাত্রকে হত্যা মামলার রায় আজ

news24bd.tv এসএম