টুইটারের নতুন সিইও'র বেতন কত?

পরাগ আগারওয়াল

টুইটারের নতুন সিইও'র বেতন কত?

অনলাইন ডেস্ক

টুইটারের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগারওয়াল। প্রতিষ্ঠানটির সাবেক সিইও জ্যাক ডরসি পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হন এই ভারতীয় বংশোদ্ভূত নাগরিক।

এদিকে দায়িত্ব পাওয়ার পরেই নতুন সিইও'র বেতন নিয়ে মানুষের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সিইও'র বাৎসরিক বেতন হবে ১০ লাখ মার্কিন ডলার।

এর পাশাপাশি প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন তিনি।

মার্কিন সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশনে নতুন সিইও'র বেতন সংক্রান্ত নথিপত্র দাখিল করেছে টুইটার। সেখানেই তার বার্ষিক বেতনের বিষয়টি উঠে আসে।  

বোনাসের বিষয়ে বলা হয়, মূল বেতনের পাশাপাশি ১৫০ শতাংশ বোনাস পাবেন পরাগ।

একই সঙ্গে টুইটারের শেয়ারের অংশও পাবেন তিনি।  

এর আগে, ২০১৭ সালে টুইটারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হিসেবে কর্মরত ছিলেন পরাগ। তিনি ২০১১ সালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে টুইটারে যোগ দেন।  

৩৭ বছর বয়সী পরাগ মুম্বাইয়ের কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট থেকে থেকে স্নাতক শেষ করে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নেন। তিনি টুইটারের ইতিহাসের সবচেয়ে কমবয়সে সিইও হিসেবে নিয়োগ পেলেন।

আরও পড়ুন:

কোন বাদাম উপকারী: কাঁচা নাকি ভাজা?


news24bd.tv/ নকিব