বসে জাতীয় সঙ্গীত গাইলেন মমতা, পুলিশে অভিযোগ বিজেপি নেতার

মমতা ব্যানার্জি

বসে জাতীয় সঙ্গীত গাইলেন মমতা, পুলিশে অভিযোগ বিজেপি নেতার

অনলাইন ডেস্ক

এবার ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তুললেন এক বিজেপি নেতা। বুধবার (০১ ডিসেম্বর) মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় সংগীত শুরুর কিছুক্ষণ পর দাঁড়ান মমতা।  

এই ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েন মমতা। বিজেপির অভিযোগ, জাতীয় সংগীতকে অসম্মান করেছেন মমতা।

এই ঘটনার প্রেক্ষিতে মমতার বিরুদ্ধে পুলিশে অভিযোগও জানিয়েছেন এক বিজেপি নেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের ছবি ও ভিডিও পোস্ট করেছেন বিজেপি নেতারা। ভিডিওতে দেখা যায়, জাতীয় সঙ্গীত মাঝপথে শেষ করে হঠাৎ বসে যান মমতা।

সংবাদ সংস্থা এএনআই জানায়, মুম্বাইয়ে বিজেপির একজন নেতা মমতার বিরুদ্ধে জাতীয় সংগীতের প্রতি অসম্মান দেখানোর অভিযোগ দায়ের করেছেন।

 

তিনি অভিযোগ করেছেন, বসা অবস্থায় জাতীয় সংগীত গেয়েছেন মমতা এবং তারপরে ৪ বা ৫টি শ্লোকের পরে হঠাৎ জাতীয় সংগীত থামিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বাংলার সংস্কৃতি, জাতীয় সংগীত ও দেশকে অপমান করেছেন।

আরও পড়ুন:

মাত্র ১৫ মিনিটের জন্য ৫ কোটি রুপি নিলেন আলিয়া ভাট!


news24bd.tv/ নকিব