ভারতে দুইজনের শরীরে ওমিক্রন শনাক্ত

প্রতীকী ছবি

ভারতে দুইজনের শরীরে ওমিক্রন শনাক্ত

অনলাইন ডেস্ক

ভারতের দুই নাগরিকের শরীরে ওমিক্রনের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার দেশটিতে দুই নাগরিকের শরীরে করোনাভাইরাসের এই ভ্যারিয়েন্টটি শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।  

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এক ব্যক্তির বয়স ৬৬ এবং অপরজনের বয়স ৪৬। অকারণে কাউকে ভয় না করার অনুরোধও জানিয়েছে তারা।

দেশের সীমানার মধ্যে করোনার এই নতুন ধরনের প্রথম শনাক্ত করা হল।  

আক্রান্ত দুই ব্যক্তি দেশটির কর্নাটকের বাসিন্দা বলে জানানো হয়েছে। তারা দুজনেই পুরুষ। তাদের গোপনীয়তা রক্ষার জন্য তাদের বিষয়ে বিস্তারিত প্রকাশ করেনি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

দুই রোগীর সংস্পর্শে যারা এসেছে তাদের সবাইকে সনাক্ত করা হয়েছে। তাদের করোনা পরীক্ষা করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, শুধু ভারত নয়, করোনার এই বিশেষ ধরণ নিয়ে বিশ্বব্যাপী সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন:

বসে জাতীয় সঙ্গীত গাইলেন মমতা, পুলিশে অভিযোগ বিজেপি নেতার


news24bd.tv/ নকিব