বিশ্বজুড়ে করোনাভাইরাসের তান্ডব লেগেই চলেছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ নিয়ে এবার সারাবিশ্বে উদ্বেগ ছড়িয়েছে।
দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া এই নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ ইতিমধ্যে বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়লেও বাংলাদেশ এখনও এর থাবা থেকে মুক্ত রয়েছে।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি পিসিআর ল্যাবের কার্যক্রম পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ওমিক্রন নিয়ে সতর্ক অবস্থানে থাকলেও আতঙ্ক ছড়াতে চায় না সরকার।
তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি, এটা খুব দ্রুত ছড়িয়ে যায়। সংক্রমণ হলেও এর লক্ষণ মৃদু। লক্ষণগুলো ডেল্টার মতো ভয়ানক নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যখন আমরা সম্পূর্ণ প্রতিবেদন পেয়ে যাব, আপনাদের জানিয়ে দেবো। সে পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে।
আরও পড়ুন:
এলপিজি: ১২ কেজির সিলিন্ডারের দাম কমেছে
প্রবেশপত্র ছাড়া সেই ২৫৮ শিক্ষার্থীর বিশেষ ব্যবস্থায় পরীক্ষা
এছাড়া, ভবিষ্যতে কেউ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে পালিয়ে গেলেও শাস্তির আওতায় আসবে সংশ্লিষ্ট হোটেলও জানান তিনি।
news24bd.tv রিমু