পাকিস্তানের জার্সি-পতাকা নিয়ে স্টেডিয়ামে যাওয়াদের যা বললেন মন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

পাকিস্তানের জার্সি-পতাকা নিয়ে স্টেডিয়ামে যাওয়াদের যা বললেন মন্ত্রী

অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের ছাতকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, ‘পাকিস্তানের পতাকা-জার্সি পড়ে যারা স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখতে যান এটা আমাদের জন্য কলঙ্কজনক ও লজ্জাজনক কাজ। ’ এসময় তাদের মুক্তিযোদ্ধা ও দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যার পর এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেছেন,  যারা সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে কঠোরভাবে মোকাবিলা করা হবে।

‘পশ্চিমারা এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলতো। কিন্তু গত ১২ বছরে বাংলাদেশ উন্নতি অবাক বিস্ময় নিয়ে তাকিয়ে দেখছে। যে পাকিস্তান আমাদের শোষণ করে করাচি-ইসলামাবাদ গড়েছিল সেই পাকিস্তান অর্থনীতিতে আমাদের অর্ধেকও না’ বলেন পরিকল্পনামন্ত্রী।

তিনি বলেন, আমাদের প্রতিবেশী বিশাল ভারতের চেয়ে আমাদের মাথাপিছু আয় বেশি।

আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে এই অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হয়েছে।

আরও পড়ুন:


ফেসবুকে মন্ত্রীর পোস্ট, ‘মন চাইছে আত্মহত্যা ক‌রি’


news24bd.tv/ তৌহিদ