তাইওয়ান ইস্যুতে উত্তেজনা (ভিডিও)

Other

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় জরুরি বৈঠকের  জন্য বেইজিংয়ে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতকে তলব করেছে। তাইওয়ান নিয়ে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মন্তব্যর পরই চীন এ পদক্ষেপ নিল।

চীন তাইওয়ানে আক্রমণ করে বসলে যুক্তরাষ্ট্র কিংবা জাপান দাঁড়িয়ে থাকবে না বলে বুধবার মন্তব্য করেছিলেন শিনজো আবে। আবের এই মন্তব্য ভুল এবং বেইজিং ও টোকিও মধ্যকার সম্পর্কের মৌলিক নীতি বিরোধী  বলে আখ্যা দিয়েছেন, চীনের সহকারি পররাষ্ট্রমন্ত্রী হুয়া চুনিং।

চীনে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত হিদেও তারুমির সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে।

 news24bd.tv/এমি-জান্নাত