স্প্যানিশ লা লিগায় জয়ের ধারা অব্যাহত রাখল রিয়াল

ছব: সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় জয়ের ধারা অব্যাহত রাখল রিয়াল

অনলাইন ডেস্ক

স্প্যানিশ লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে অ্যাটলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। এদিকে, ফরাসি লিগে আবারো হোঁচট খেয়েছে পিএসজি। নিসের সঙ্গে গোল শুন্য ড্র করেছে প্যারিসের জায়ান্টরা।

 

সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার শম্যাচে অ্যাটলেটিক বিলবাওকে আতিথ্য দিয়েছিলো রিয়াল মাদ্রিদ। দলটির বিপক্ষে ১২ ম্যাচে অপরাজিত থাকা লস ব্লাঙ্কোসরা, শুরু থেকেই বল দখলে বিস্তার করে আধিপত্য। তবে, গোলের নিশ্চিত কোন সুযোগ তৈরি করতে পারছিলনা তারা।    

অবশেষে ম্যাচের ৪০ মিনিটে মেলে সোনার হরিনের দেখা।

লুকা মদ্রিচের পাস থেকে লক্ষ্য ভেদ করে দলকে লিড এনে দেন ফরাসি ফরোয়ার্ড করিম বেনজামা। যা এবারের লিগে তার ১২তম গোল।  
 
দ্বিতীয়ার্ধো জুড়েই আক্রমণের ধারা অব্যাহত রাখে স্বাগতিক রিয়াল। পাল্টা আক্রমণে গোল শোধে মরিয়া ছিলো বিলবাও। তবে, শেষ পর্যন্ত আর জাল খুঁজে পায়নি কোন দল। ফলে, ১-০ গোলের জয়ে টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরো মজবুত করলো কার্লো আনচেলত্তির শিষ্যরা।   

এদিকে, লিগ ওয়ানে ঘরের মাঠে নিসের মুখোমুখি হয়েছিলো ফরাসি জায়ান্ট পিএসজি। এদিন একাদশে মেনি, ডি মারিয়া, এমবাপ্পেরা থাকলেও, ছিলেননা গেলো সপ্তাহে দলটির জার্সিতে অভিষেক হওয়া সার্জিও রামোস। ঘরের মাঠে শুরু থেকেই বল দখলে আধিপত্য ছিলো পচেটিনোর শিষ্যদের।

আরও পড়ুন:

ওমিক্রন নিয়ে সবাই একটু চিন্তিত: স্বাস্থ্যমন্ত্রী


পুরো ম্যাচে প্রায় ৭০ শতাংশ বল ছিলো স্বাগতিকদের দখলে। ৯০ মিনিটে ২২ টি শট নিলেও তারা লক্ষ্যে রাখতে পেরেছে মোটে ৫টি শট। বিপরীতে রক্ষণ সামলাতেই ব্যস্ত সময় পার করে নিস। তবে, সবদিক থেকে এগিয়ে থাকলেও নিসের জাল খুঁজে পায়নি পিএসজির শক্তিশালী ফরোয়ার্ড লাইন। ফলে গোল শূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠে ছাড়ে তারা।  

news24bd.tv রিমু