টঙ্গীতে গ্যাসের পাইপ লাইন ফেটে 
অগ্নিকাণ্ড

ফাইল ছবি

টঙ্গীতে গ্যাসের পাইপ লাইন ফেটে অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক

টঙ্গীর চেরাগআলীর বেপারিবাড়ি এলাকায় তিতাস গ্যাসের পাইপ লাইন ফেটে আগুন লাগার ঘটনা ঘটেছে।  

আজ সকাল সাড়ে ৯টার দিকে এ আগুন লাগে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

টঙ্গী দমকল বাহিনীর পরিদর্শক এসকে তুহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে গ্যাস পাইপ লাইনের লিকেজ থেকে হঠাৎ আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট কাজ শুরু করে। পরে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

আরও পড়ুন:


আফ্রিকার ৭ দেশ থেকে এলেই ১৪ দিনের কোয়ারেন্টিন

দুই হাত হারানো ফাল্গুনীকে বিয়ে করলো এনজিও কর্মী সুব্রত

স্বাধীনতার ৫০ বছরে স্বাস্থ্যখাতে অভাবনীয় সাফল্য

ঢাকার যানজটেই শেষ জিডিপির প্রায় ৮৭ হাজার কোটি টাকা


এ ব্যাপারে টঙ্গী তিতাস গ্যাস বিক্রয় ও বিতরণ বিভাগের ব্যবস্থাপক এরশাদ মাহমুদ বলেন, খবর পেয়ে তিতাস কর্তৃপক্ষের লোক পাঠানো হয়েছে।

এ ছাড়া টঙ্গী দমকল বাহিনীকে খবর দেওয়া হয়েছে। মনে হচ্ছে পাইপ লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

news24bd.tv নাজিম