৪ অভিজ্ঞ ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লড়বে পাকিস্তান

পাকিস্তান ক্রিকেট দল।

৪ অভিজ্ঞ ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লড়বে পাকিস্তান

অনলাইন ডেস্ক

টি টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের সঙ্গেও বেশ ভালো করেছে পাকিস্তান।  তাই অনেকটা ফুরফুরে মেজাজে আছে পাকিস্তান ক্রিকেট দল। এর পর তাদের টার্গেট ওয়েস্ট ইন্ডিজ বধ। আর তাই ক্যারিবীয়দের বিপক্ষে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ মাসে ঘরের মাঠে হতে যাওয়া এই সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে তিন অভিজ্ঞ তারকা শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম ও সরফরাজ আহমেদকে। এ ছাড়া বিশ্রাম দেওয়া হয়েছে ডানহাতি পেসার হাসান আলিকে।

বৃহস্পতিবার তরুণ পেসার মোহাম্মদ হাসনাইনকে নিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পাকিস্তানের স্কোয়াড
ওয়ানডে : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাম উল হক, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ হাসনাইন, সাউদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দহানি, উসমান কাদির।

(রিজার্ভ : আব্দুল্লাহ শফিক)

আরও পড়ুন


আজও নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা


টি-টোয়েন্টি : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দহানি, উসমান কাদির।

news24bd.tv/ তৌহিদ