দুই বাসের প্রতিযোগিতা, প্রাণ গেলো তিন মোটরসাইকেল আরোহীর

ফাইল ছবি

দুই বাসের প্রতিযোগিতা, প্রাণ গেলো তিন মোটরসাইকেল আরোহীর

অনলাইন ডেস্ক

চাঁদপুরের হাজীগঞ্জে বাসের ধাক্কায় সুজন (৩০) মনির (৩৫) ও সোহাগ (৩৫) নামে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।  

শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বলাখাল ধেররা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত সবাই চান্দিনা উপজেলার বেলাশ্বর গ্রামের বাসিন্দা।  

স্থানীয় লোকজন জানান, ছয় বন্ধু দুই মোটরসাইকেলে কুমিল্লার চান্দিনা থেকে চাঁদপুর ঘুরতে যাচ্ছিলেন।

পথিমধ্যে বোগদাদ নামের বাসটি তাদের একটি মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনজন রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।   

তারা আরও জানান, দুর্ঘটনার সময় রিল্যাক্স ও বোগদাদ বাসের চালক প্রতিযোগিতা করছিলেন। রিল্যাক্সের চালক ওভারট্যাক করার জন্য বার বার চেষ্টা করছিলেন।

কিন্তু তাকে সাইড দিচ্ছিলেন না বোগদাদের চালক। দুই চালকের প্রতিযোগিতার সময় বোগদাদ বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।  

আরও পড়ুন:


আফ্রিকার ৭ দেশ থেকে এলেই ১৪ দিনের কোয়ারেন্টিন

দুই হাত হারানো ফাল্গুনীকে বিয়ে করলো এনজিও কর্মী সুব্রত

স্বাধীনতার ৫০ বছরে স্বাস্থ্যখাতে অভাবনীয় সাফল্য

ঢাকার যানজটেই শেষ জিডিপির প্রায় ৮৭ হাজার কোটি টাকা


হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ জানান,  দুটি মোটরসাইকেলে মোট ছয়জন ঘুরতে এসেছিলেন। দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়। লাশগুলো উদ্ধার করা হয়েছে। বোগদাদ বাস ও চালককে আটক করা হয়েছে।

news24bd.tv নাজিম