ক্যাটরিনার বিয়েতে অতিথিদের মানতে হবে ৮ নির্দেশনা

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।

ক্যাটরিনার বিয়েতে অতিথিদের মানতে হবে ৮ নির্দেশনা

অনলাইন ডেস্ক

ভারতীয় মিডিয়ায় বর্তমানে আলোচিত বিষয় ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে। বিয়েতে কে কে থাকবেন কিংবা কাকে কাকে দাওয়াত দেওয়া হবে না এ নিয়ে চলছে নানা আলোচনা।

তবে ভারতীয় গণমাধ্যম বলছেন, ভিকি-ক্যাটরিনার বিয়েতে প্রবেশ করতে বিভিন্ন নিয়ম মানতে হবে অতিথিদের।  

ভারতীয় সিনেমার আলোচিত নায়িকার বিয়েতে ফোন ব্যবহার করা নিষিদ্ধ।

থাকবেন না কোনও সাংবাদিক।

রাজস্থানের বিলাসবহুল প্রাসাদের বাইরে মোতায়েন করা হবে পুলিশ সদস্যদের। তাছাড়া থাকবেন নিরাপত্তারক্ষীর দল।

এখন নতুন করে জানা গেল, গোপন কোড জানলে তবেই তারকা যুগলের বিয়েতে প্রবেশ করতে পারবেন আমন্ত্রিতরা।

 

আনন্দবাজার জানায়, সোস্যাল মিডিয়ায় অনেকে বলাবলি করছেন ‘বড়লোক বলেই এত নাটক’, কারও মতে, ‘নিমন্ত্রণ রক্ষা করাই উচিত নয়’। কেউ বা আবার ঠাট্টা করে বলছেন, ‘এ তো বিয়ে নয়, মিশন ইম্পসিবল’। ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফের নামে হ্যাশট্যাগ দিয়ে বিভিন্ন মতামতের জোয়ার টুইটারে। কিন্তু এত সমালোচনার কারণ কী?

অবশ্য এ ব্যাপারটি নিয়ে মুখ খুলতে নারাজ ভিকি এবং ক্যাটরিনা। তাঁদের পরিবারের সদস্য এবং তারকা-বন্ধুদেরও কড়া নির্দেশ দেওয়া হয়েছে, ‘বিয়ের খবর যেন ঘরের বাইরে না বেরোয়।

কিন্তু তা ধরে রাখা যাচ্ছে না। একে একে সব খবরই প্রকাশ পাচ্ছে।

এর মাঝেই প্রকাশ পেল বিয়েবাড়িতে প্রবেশ করার নিয়মাবলির তালিকা-

১। ভিকি এবং ক্যাটরিনার বিয়েতে প্রবেশ করার আগে অতিথিদের ছবি না তোলার চুক্তিতে সই করতে হবে।

২। বিয়ের সময়ে ফোন ব্যবহার করা যাবে না।

৩। রাজস্থানে বিয়েবাড়ি থেকে বেরোনো পর্যন্ত বাইরের কারও সঙ্গে যোগাযোগও করা যাবে না।

৪। অতিথিদের মধ্যে কেউ যেন নেটমাধ্যমে ছবি পোস্ট না করেন, সে বিষয়েও স্পষ্ট নির্দেশিকা রয়েছে তালিকায়।

৫। বিয়েবাড়ির ঠিকানা পাঠানো যাবে না কাউকে।

৬। বিয়ে প্রাঙ্গনে রিল ভিডিয়ো বানানো যাবে না।

৭। তা ছাড়া গোপন কোড না জানলে বিয়েতে প্রবেশ করতে পারবেন না আমন্ত্রিতরাও।

৮। একইসঙ্গে কোভিড বিধি নিয়ে রয়েছে কড়াকড়ি।

আরও পড়ুন: 


৪ অভিজ্ঞ ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লড়বে পাকিস্তান


news24bd.tv/ তৌহিদ