‘মার্কিন ‘আগ্রাসন’ থেকে প্রতি ইঞ্চি ভূমি উদ্ধার করা হবে’

‘মার্কিন ‘আগ্রাসন’ থেকে প্রতি ইঞ্চি ভূমি উদ্ধার করা হবে’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সিরিয়ার ভেতরে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সেনা উপস্থিতিকে পরিষ্কারভাবে আগ্রাসন হিসেবে গণ্য করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

তিনি বলেছেন, সিরিয়ার বিভিন্ন এলাকায় কথিত ‘হোয়াইট হেলমেট’ নামে যারা কাজ করছে তারা আল-কায়েদা ও জাবহাতুন-নুসরার শাখা এবং দামেস্কে মনে করে জনমতকে বিভ্রান্ত করার ক্ষেত্রে এটি ব্রিটেনের একটি চালবাজি।

ব্রিটেনের ডেইলি মেইলে রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে বাশার আসাদ এসব কথা বলেন।

‌‘দুমা শহরে রাসায়নিক হামলার নাটক সাজিয়েছিল ব্রিটেন, ফ্রান্স এবং আমেরিকা’ উল্লেখ করে বাশার আসাদ জানিয়েছেন, সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসীদের বিষয়ে পশ্চিমা বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে দামেস্কের যোগাযোগ ছিল।

কিন্তু তারা আন্তরিক না হওয়ায় সম্প্রতি এ যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।  

সিরিয়ার মাটিতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সেনা উপস্থিতি অবৈধ এবং সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন উল্লেখ করে তিনি বলেন, উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়া হচ্ছে প্রধান পক্ষ এবং দেশের প্রতি ইঞ্চি ভূমি পুনরুদ্ধার করা হবে। শত্রুদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বাশার আসাদ বলেন, সিরিয়ায় কী হচ্ছে এবং কী হবে সেসব বিষয়ে একমাত্র সিরিয়ার সরকারই সিদ্ধান্ত নিয়ে থাকে।

এ সম্পর্কে কারো মনে সন্দেহ থাকার অবকাশ নেই।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর