তবুও কৃষককে সারে গুণতে হচ্ছে দ্বিগুণ দাম

অনলাইন ডেস্ক

সার সংকটে বিপাকে দেশের কৃষকেরা। কৃষকরা বলছেন, ১১শ টাকার টিএসপি সার তাদের কিনতে হচ্ছে ২২শ টাকা পর্যন্ত। এতে একদিকে যেমন উৎপাদন খরচ বাড়ছে, অন্যদিকে আর্থিক সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন।  

সার বিক্রির সাথে সংশ্লিষ্টদের অভিযোগ, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকাই দাম বৃদ্ধির প্রধান কারণ।

তবে কৃষি বিভাগ বলছে, সরবরাহে ঘাটতি কোনো কারণ নেই।

দেশে সারের কোনো সংকট নেই বলা হলেও কৃষককে সেই সার কিনতে হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। গুদামে পর্যাপ্ত মজুদ, ডিলারদের কাছেও আছে সার। তবুও কৃষককে গুণতে হচ্ছে দ্বিগুণ দাম।

শীতকালীন সবজি, আলু, ভুট্টা ও বোরো আবাদের এ সময়ে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ, লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের কৃষককে সারের জন্য গুণতে হচ্ছে অতিরিক্ত টাকা।

আরও পড়ুন:


আফ্রিকার ৭ দেশ থেকে এলেই ১৪ দিনের কোয়ারেন্টিন

দুই হাত হারানো ফাল্গুনীকে বিয়ে করলো এনজিও কর্মী সুব্রত

স্বাধীনতার ৫০ বছরে স্বাস্থ্যখাতে অভাবনীয় সাফল্য

ঢাকার যানজটেই শেষ জিডিপির প্রায় ৮৭ হাজার কোটি টাকা


খুচরা পর্যায়ে সারের দাম বেশি হতে পারে। ডিলার পর্যায়ে সারের অতিরিক্ত দাম নেয়া হচ্ছে না। চাহিদার তুলনায় সরবরাহ কম।

কৃষির উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করছেন প্রান্তিক কৃষকেরা।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক