চট্টগ্রাম টেস্টে হারলেও ঢাকা টেস্টে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ। এমনটি জানিয়ে অধিনায়ক মুমিনুল হক সৌরভ বলেন, আমাদের শক্তি হলো ব্যাটিং। দুই থেকে আড়াই দিন বা পাঁচ-ছয় সেশন যদি ব্যাটিং করতে পারি তাহলে খেলায় ফিরতে পারব। অবশ্যই আমি আশাবাদী।
আরও পড়ুন:
আফ্রিকার ৭ দেশ থেকে এলেই ১৪ দিনের কোয়ারেন্টিন
দুই হাত হারানো ফাল্গুনীকে বিয়ে করলো এনজিও কর্মী সুব্রত
স্বাধীনতার ৫০ বছরে স্বাস্থ্যখাতে অভাবনীয় সাফল্য
ঢাকার যানজটেই শেষ জিডিপির প্রায় ৮৭ হাজার কোটি টাকা
ইনজুরির কারণে চট্টগ্রাম টেস্টে খেলা হয়নি সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদের। ঢাকা টেস্টে তারা থাকছেন। ঢাকা টেস্টে সাকিব আল হাসানের উপস্থিতিতে স্বস্তি ফিরেছে বাংলাদেশ দলে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাদমান ইসলাম, নাঈম শেখ/মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: আবিদ আলি, আব্দুল্লাহ শফিক, আজহার আলি, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফাওয়াদ আলম, ফাহিম আশরাফ, হাসান আলি, সাজিদ খান, নুমান আলি ও শাহিন আফ্রিদি।