সাহিত্যিকের সংগৃহীত বই ও পত্রিকা নীলক্ষেতের ফুটপাথে গড়াগড়ি যায়

জাকির তালুকদার

সাহিত্যিকের সংগৃহীত বই ও পত্রিকা নীলক্ষেতের ফুটপাথে গড়াগড়ি যায়

Other

গবেষকরা সাহিত্যিকের মৃত্যুর পরে তার স্ত্রী-সন্তানদের কাছে যান তথ্য সংগ্রহের জন্য। কিন্তু তেমন কিছুই পান না।

প্রথম কারণ, খুব বিখ্যাত না হলে সাহিত্যিক তার স্ত্রী-সন্তানদের কাছে গুরুত্বপূর্ণ কেউ নন। তার লেখালেখি নিয়ে ব্যস্ত থাকাটিকে পরিবারের লোকজন বিরক্তি সহকারে মেনে নেন।

অনেকেই স্বামী বা পিতার প্রকাশিত সবগুলো বইয়ের নামই জানেন না। কোন কোন পত্রিকায় তার লেখা ছাপা হয়েছে, সেসব বলতে পারা তাদের পক্ষে পুরোই অসম্ভব। তাই দেখা যায় সারাজীবন রক্ত পানি করে সাহিত্যিকের সংগৃহীত বই ও পত্রিকা নীলক্ষেতের ফুটপাথে গড়াগড়ি যায়। ঘর দখল করে থাকা এসব জঞ্জাল ডাম্পিং করার জন্য নীলক্ষেতের চাইতে ভালো আর কোনো জায়গা বাঙ্গাল-মুলুকে নেই।

আরও পড়ুন:


নৌকার বিরুদ্ধে স্ট্যাটাস দিলে ক্রসফায়ারের হুমকি

সড়কে দুর্নীতি: আজ ‘লাল কার্ড’ দেখাবে শিক্ষার্থীরা


আর দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সাহিত্যিকের জীবনের ৯৯ শতাংশ ঘটনা-দুর্ঘটনার কথা স্ত্রী-সন্তানরা জানতেই পারেন না।  

(সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

news24bd.tv রিমু