দিনাজপুরে শীতের তীব্রতা কিছুটা কম, রয়েছে মেঘলা আকাশ

দিনাজপুরে শীতের তীব্রতা কিছুটা কম, রয়েছে মেঘলা আকাশ

Other

দেশের অন্যান্য জেলার তুলনায় উত্তরাঞ্চলে শীতের প্রভাব অনেকটা বেশী। পাশাপাশি শীতের আাগমন ঘটে একটু আগেই। তার ব্যতিক্রম হয়নি দিনাজপুরেও। সারাদিনে তেমন একটা বোঝা না গেলেও সন্ধ্যা বাড়ার সাথে সাথে শীত বাড়তে শুরু করে।

গত কয়েক দিনে শীতের তীব্রতা অনেকটা কমেছে এবং বেড়েছে তাপমাত্রা। তবে আকাশ মাঝে মাঝেই মেঘাচ্ছন্ন থাকছে।

আবহাওয়া অফিসের তথ্য মতে, দিনাজপুরে আজ শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এসময় বাতাসে আদ্রতা ছিলো ৮৮ শতাংশ।

গত দুই দিন আগে তাপমাত্রা ছিলো ১৪ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।

আবহাওয়া অফিস আরও জানায়, তাপমাত্রা কিছুটা বাড়লেও চলতি সপ্তাহের শেষে শীতের তীব্রতা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৬ ডিসেম্বর এ জেলায় কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।

আরও পড়ুন


চাঁপাইনবাবগঞ্জে জমিজমা নিয়ে বিরোধ, একজনকে কুপিয়ে হত্যা

news24bd.tv এসএম