তাহিরপুরে হানাদার মুক্ত দিবস পালিত

নানা আয়োজনে পাক হানাদার মুক্ত দিবস পালিত

তাহিরপুরে হানাদার মুক্ত দিবস পালিত

Other

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নানা আয়োজনে পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। শনিবার (০৪ ডিসেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলার মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আরও পড়ুন:


কুয়েটে শিক্ষকের মৃত্যু: ছাত্রলীগ নেতাসহ ৯ শিক্ষার্থী বহিষ্কার

ইউপি নির্বাচনের পঞ্চম ধাপে নৌকা পেলেন যারা


মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও এম কে ওয়াহিদ খসরুর পরিচালনায় সভায় তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খাঁ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস ছোবাহান আখঞ্জি, সহ-সভাপতি আলী মর্তুজা,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন, সাবেক কমান্ডার রৌজ আলী,আব্দুস শাহীদ,উপজেলা মুক্তিযুদ্ধা সন্তান ও উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

news24bd.tv নাজিম