কেন কেঁদে ফেললেন অমিতাভ?

কেন কেঁদে ফেললেন অমিতাভ?

অনলাইন ডেস্ক

প্রায় বছর বিশেক আগের কথা। অমিতাভ বচ্চন পেশাগত জীবনের চিত্র তখন খানিক নিম্নগামী। তখন সিনেমায় কাজ পাচ্ছিলেন না শাহেনশা। আনন্দবাজার সূত্রে জানা যায়, সেসময়ই ছোট পর্দার এক অনুষ্ঠানে সঞ্চালনার প্রস্তাব আসে তার কাছে।

রোজগারের তাগিদে সাত-পাঁচ না ভেবেই রাজি হয়ে যান তিনি। সেই অনুষ্ঠান অর্থাৎ ‘কৌন বনেগা ক্রোড়পতি’ ২১-এ পা রাখল শুক্রবার। আর অনুষ্ঠানে অতিথি হয়ে এলেন অমিতাভের কন্যা শ্বেতা বচ্চন নন্দ এবং নাতনি নভ্য নভেলি নন্দ।

আরও পড়ুন:

ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় 'জাওয়াদ'

সেখানে পরিবারের সদস্যদের সামনেই কান্নায় ভেঙে পড়েন অমিতাভ।

অতীত ফিরে যান তিনি। অমিতাভ বলেন, ২১ বছর কেটে গেল। ২০০০ সালে যাত্রা শুরু হয়েছিল। তখন কী হবে, কিছুই জানতাম না। লোকে বলেছিল, বড় পর্দা থেকে ছোট পর্দায় কাজ করতে এলে আমার ভাবমূর্তি নষ্ট হতে পারে।

বলতে বলতেই চোখ ভিজে যায় অমিতাভের। তিনি আরও বললেন, কিন্তু তখন আমার পরিস্থিতি ঠিক ছিল না। ছবিতে কাজ পাচ্ছিলাম না। কিন্তু এই অনুষ্ঠান শুরু হওয়ার পর মানুষের ভালোবাসা পেয়েছিলাম। মনে হলো পৃথিবীটাই আচমকা বদলে গেল।

 news24bd.tv/এমি-জান্নাত