তুরস্কে মুদ্রার রেকর্ড পরিমাণ কমেছে

তুরস্কে মুদ্রার রেকর্ড পরিমাণ কমেছে

অনলাইন ডেস্ক

তুরস্কে বেড়েই চলেছে মুদ্রাস্ফীতি। সম্প্রতি দেশটির মুদ্রা লিরার মান রেকর্ড পরিমাণ কমেছে। শুক্রবারও  ১ লিরায় ৬ টাকা ২৫ পয়সা পাওয়া গেছে।

একজন ৮০ বছর বয়সী অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারী নেকলা সাজাক বলেন, তিনি ক্রেডিট কার্ড দিয়ে বেঁচে আছেন।

তিনি আরও বলেন, আমাদের ক্রয় ক্ষমতা কমে গেছে - আমাদের অর্থের আর কোন মূল্য নেই।

আরও পড়ুন:

ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় 'জাওয়াদ'

এ পরিস্থিতিতে দেশটির অর্থমন্ত্রী লুৎফি এলভান পদত্যাগ করেন। বুধবার তরস্কের অর্থমন্ত্রী করা হয়েছে এরদোয়ানের ডেপুটি নুরেদ্দিন নেবাতিকে। কারণ গত এক মাসে ডলারের বিপরীতে প্রায় ৩০ শতাংশ মূল্য হারিয়েছে লিরা।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের চাপে কেন্দ্রীয় ব্যাংক দুই মাসেরও কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো সুদের হার কমিয়েছে। মুদ্রাস্ফীতি ২০ শতাংশের কাছাকাছি হওয়া সত্ত্বেও কমানো হয়েছে সুদের হার ।

 news24bd.tv/এমি-জান্নাত