রাজধানীর গোলাপবাগ থেকে ১৫ কেজি গাঁজাসহ মো. ছাবেদ আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। আজ সকাল ১১টার দিকে তাকে আটক করা হয়।
র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদককারবারি ছাবেদ আলীর কাছ থেকে উদ্ধার করা ১৫ কেজি গাঁজার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
আরও পড়ুন:
ক্ষেপলেন পাপন, বললেন এতো বাজে পারফরমেন্স ৮ বছরে দেখিনি
কুয়েটে শিক্ষকের মৃত্যু: ছাত্রলীগ নেতাসহ ৯ শিক্ষার্থী বহিষ্কার
ইউপি নির্বাচনের পঞ্চম ধাপে নৌকা পেলেন যারা
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ছাবেদ একজন পেশাদার মাদককারবারি। তিনি বেশ কিছুদিন ধরেই রাজধানীর বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। আটক ছাবেদের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
news24bd.tv নাজিম