মহাকাশে হেঁটে অ্যান্টেনা পরিবর্তন করলেন দুই মহাকাশযাত্রী

মহাকাশে হেঁটে অ্যান্টেনা পরিবর্তন করলেন দুই মহাকাশযাত্রী

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) একটি অ্যান্টেনা পরিবর্তন করলেন দু'জন মহাকাশযাত্রী। মহাকাশে ‘হেঁটে’  গত বৃহস্পতিবার প্রায় সাড়ে ছয় ঘণ্টা ধরে কাজটি সম্পন্ন করেন তারা।

রয়টার্স এক প্রতিবেদনে জানায়, এ কাজটি করেছে টমাস মার্শবার্ন ও কায়লা ব্যারন নামের দুই মহাকাশযাত্রী।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, কাজটি কিছুটা ঝুঁকি নিয়েই করা হয়েছে।

আরও পড়ুন:

ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় 'জাওয়াদ'

৬১ বছর বয়সী টমাস মার্শবার্ন এর আগেও চারবার মহাকাশে ‘হেঁটেছেন’। এদিকে এক সপ্তাহ আগেই রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ধ্বংসাবশেষ কক্ষপথে ঘুরছে।  

তবে ৩৪ বছর বয়সী নারী মহাকাশযাত্রী কায়লা ব্যারনের কাছে এই অভিজ্ঞতা নতুন।

স্পেসওয়াকের সময় তারা একটি ত্রুটিপূর্ণ এস-ব্যান্ড রেডিও কমিউনিকেশন অ্যান্টেনা অ্যাসেম্বলি সরিয়ে ফেলে, যা এখন ২০ বছরেরও বেশি এবং এটিকে স্পেস স্টেশনের বাইরে রাখা অতিরিক্ত স্পেয়ার দিয়ে প্রতিস্থাপন করে।

 news24bd.tv/এমি-জান্নাত