আলো স্বল্পতায় বিঘ্নিত ঢাকা টেস্টের প্রথম দিন

Other

ঢাকা টেস্টের প্রথম দিন শেষে দুই উইকেটে ১৬১ রান তুলেছে সফরকারী পাকিস্তান। উইকেট দুটি নিয়েছেন টাইগার স্পিনার তাউজুল ইসলাম। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। তবে আলোর স্বল্পতায় সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা ৩৩ ওভার বাকি থাকতেই বন্ধ হয়ে যায়।

দ্বিতীয় দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে সকাল সাড়ে ৯টায়।

মিরপুরের চার নম্বর উইকেটে স্বাগতিকদের মান বাঁচানোর লড়াইয়ে একাদশে তিন পরিবর্তন। সাকিবের সাদা পোষাকে মাঠে ফেরার দিনে হয়েছে মাহমুদুল হাসান জয়ের অভিষেক। ফিরেছেন পেসার খালেদ।

ইবাদত, খালিদ, দুই পেসারে ভরসা টিম ম্যানেজমেন্টের। ইনজুরিতে শেষ পর‌্যন্তে এই টেস্ট থেকে ছিটকে গেছেন তাসকিন। তবে দুই তরুণ পেসারের শুরুটা মন্দ ছিলো না। শুধু দ্রুত উইকেট তুলে নেয়ার কাজটা করতে পারেননি ইবাদত-খালিদের প্রথম স্পেল।

বোলিং পরিবর্তনে এসেছে সাফল্য। উইকেটের টার্ন কাজে লাগিয়ে ম্যাচের ১৯তম ওভারে ওপেনার আব্দুল্লাহ শফিককে বোকা বানান তাইজুল। ২৫তম ওভারে আবেদ আলিও তাইজুলের ঘুর্ণিতে সাজঘরে ফেরেন। এর আগে দিনের প্রথম সেশনেই টাইগারদের নেয়া দুটি রিভিউ আপিল খারিজ হয়।

দ্বিতীয় সেশনটায় অবশ্য পাকিস্তানের দুই ব্যাটসম্যানের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারেননি বাংলার স্পিনাররা। লাঞ্চের বেশ খানিক পর বৃষ্টির কারণে মিনিট পচিশেক খেলা বন্ধ থাকে। এর আগে, ৭০ রানে দুই উইকেট হারানো পাকিস্তানের পরবর্তী দুই ব্যাটসম্যান ৯১ রানের জুটি গড়ে আছেন অপরাজিত। বাবর আজম অর্ধশতক পূরণ করেন ৭৫ বল খেলে।

আরও পড়ুন:

ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় 'জাওয়াদ'

৫৭ ওভার শেষে আলোক স্বল্পতায় সাময়িক স্থগিত হয় খেলা। ম্যাচ অফিসিয়ালরা কয়েক দফায় মাঠ পরিদর্শন করে দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন।   দিনশেষে আজহার আলী ৩৬ ও বাবর আজম ৬০ রানে অপরাজিত আছেন।

 news24bd.tv/এমি-জান্নাত