হেফাজতের নতুন মহাসচিব

হেফাজতের নতুন মহাসচিব

অনলাইন ডেস্ক

হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য নিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে পুর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) ঢাকার খিলগাঁও কার্যালয়ে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের নায়েবে আমীর আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজি। বৈঠক শেষে হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দিন রাব্বানি এ তথ্য নিশ্চিত করেছেন।

 

বৈঠকের শুরুতে মরহুম মহাসচিব আল্লামা নুরুল ইসলামের জন্য বিশেষ দোয়া করা হয়। ঢাকা ও চট্টগ্রামে দোয়া মাহফিল করার সিদ্ধান্ত গৃহিত হয়।

দোয়া মাহফিলের অনুষ্ঠানটি আগামি (২২ ডিসেম্বর) ঢাকার খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় হেফাজতের উদ্যোগে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:


আফ্রিকার ৭ দেশ থেকে এলেই ১৪ দিনের কোয়ারেন্টিন

দুই হাত হারানো ফাল্গুনীকে বিয়ে করলো এনজিও কর্মী সুব্রত

স্বাধীনতার ৫০ বছরে স্বাস্থ্যখাতে অভাবনীয় সাফল্য

ঢাকার যানজটেই শেষ জিডিপির প্রায় ৮৭ হাজার কোটি টাকা


 

বৈঠকে উপস্থিত ছিলেন, নায়েবে আমীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা), ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা আনোয়ারুল করীম, সহকারী মহাসচিব মাওলানা জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস নদভী, প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, দাওয়া সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, সহকারী দাওয়া সম্পাদক মাওলানা ওমর ফারুক, মাওলানা মোবারক উল্লাহ, মাওলানা মুসতাক আহমদ ও মাওলানা শাব্বির আহমদ রশীদ প্রমুখ।

news24bd.tv/আলী