শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে ঘূর্ণিঝড় 'জাওয়াদ'

ঘূর্ণিঝড়

শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে ঘূর্ণিঝড় 'জাওয়াদ'

অনলাইন ডেস্ক

শক্তি হারিয়ে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় 'জাওয়াদ'। আজ রোববার দুপুরে তা ভারতের পুরীর উপকূলে পৌঁছে শক্তি হারাতে শুরু করবে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের বিপদ থেকে মুক্ত পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল। এরিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে ওড়িশার পুরীতে।

সেই সঙ্গে বইছে তীব্র ঝোড়ো হাওয়া। অতি গভীর নিম্নচাপ এবং গভীর নিম্নচাপের প্রভাবে  বৃষ্টি হবে দুই রাজ্যে।

এদিকে, দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের পক্ষে প্রস্তুতি নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে বহু ট্রেন চলাচল।

 আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুরীর দিকে ক্রমশ এগোচ্ছে ঘূর্ণিঝড় 'জওয়াদ'।   

আরও পড়ুন:


 

আরও পড়ুন:


আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় 'জাওয়াদ'

news24bd.tv রিমু