ভোলার চরফ্যাশন উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন।
রোববার (৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার চর কুকরি-মুকরিতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
র্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার (ওসি) মো. রাজিব রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাবকে দেখে দস্যুরা গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গুলি বিনিময়ের পর দস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুই দস্যুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এরা কোন বাহিনীর তা প্রাথমিকভাবে জানা যায়নি। র্যাব বিষয়টির তদন্ত করছে।
আরও পড়ুন
নিউজিল্যান্ডে যাবেন না সাকিব, দল ঘোষণার পর চিঠি
news24bd.tv এসএম