‌‘টেবিলের ওপর সিল মারতে হবে, বিরুদ্ধে গেলে পেটানো হবে’

‌‘টেবিলের ওপর সিল মারতে হবে, বিরুদ্ধে গেলে পেটানো হবে’

Online Desk

এবার নৌকায় সিল মারতে প্রকাশ্যে হুমকি। টাঙ্গাইলের কালিহাতীর গোহালিয়াবাড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আগামী ২৬ ডিসেম্বর নৌকার ভোট হবে প্রকাশ্যে।

টেবিলের ওপর সিল মারতে হবে সবাইকে। কোনো আবোল-তাবোল মার্কায় সিল মেরে দেশের ক্ষতি করতে দেওয়া হবে না।

কেউ নৌকার বিরুদ্ধে গেলে পেটানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

গত শুক্রবার রাতে ভূঞাপুরের নিকরাইল ইউনিয়নের পাথাইকান্দি বাজার এলাকায় নৌকার প্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান আব্দুল মতিন সরকারের নির্বাচনী প্রচারণা সভায় গিয়ে আব্দুল হাই আকন্দ এসব কথা বলেন।

তার এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নবনির্বাচিত চেয়ারম্যানের এমন কথায় স্থানীয় ভোটারদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন


গাছে ঝুলছিলো ১৪ বছরের কিশোরীর লাশ, মৃত্যু নিয়ে রহস্য

news24bd.tv এসএম