মালয়েশিয়ায় শ্রমিকের ঘাটতি

মালয়েশিয়ায় শ্রমিকের ঘাটতি

Online Desk

অর্থনৈতিক পুনরুদ্ধারে ২০২২ সালের মধ্যে মালয়েশিয়ায় ছয় লাখ বিদেশি কর্মীর প্রয়োজন। ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স  শনিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

তারা বলেছে, দেশটির শিল্পখাত, বিশেষ করে রপ্তানিভিত্তিক খাতগুলোতে বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে আগামী বছরের মধ্যে ছয় লাখেরও বেশি বিদেশি কর্মী দরকার হবে। তাদের ব্যবসাগুলোকে মহামারির আগের স্তরে ফিরিয়ে আনার জন্য তীব্র জনবল সংকটের সম্মুখীন হতে হচ্ছে।

আরও পড়ুন:

সিএনএনের সংবাদ উপস্থাপক বরখাস্ত

চট্টগ্রামেও হাফ ভাড়া নেওয়ার ঘোষণা

অক্টোবরের শুরুতে মালয়েশিয়ার ২৫২টি কোম্পানির জনবলের চাহিদার ওপর সমীক্ষা করে প্রায় ২২ হাজার শ্রমিকের ঘাটতি পাওয়া গেছে।

২০২০ সালের চতুর্থ ত্রৈমাসিকের (Q4 ২০২০) উৎপাদন খাতই ছিল একমাত্র অর্থনৈতিক খাত যেখানে ইতিবাচক প্রবৃদ্ধি ছিল ৩ শতাংশ এবং এই কর্মক্ষমতা ২০২১ সালের প্রথম ত্রৈমাসিকে প্রবল বৃদ্ধির সাথে অব্যাহত ছিল যেখানে উৎপাদন অন্যান্য সমস্ত অর্থনৈতিক খাতকে এগিয়ে নেয় ৬.৬ শতাংশ।

 news24bd.tv/এমি-জান্নাত