ঢাকা ও চট্টগ্রামে বিআরটি'র অভিযানে ৩৩ বাসকে জরিমানা

ঢাকা ও চট্টগ্রামে বিআরটি'র অভিযানে ৩৩ বাসকে জরিমানা

Online Desk

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আজ রোববার ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। পরিচালিত অভিযানে ৩৩ বাসকে দুই লাখ চার হাজার টাকা জরিমানা করা হয়।  

আজ রোববার সন্ধ্যায় বিআরটিএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে ১৯টি ডিজেল চালিত বাসে অতিরিক্ত ভাড়া আদায় করায় ৮৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

আরও পড়ুন


চট্টগ্রামেও হাফ ভাড়া নেওয়ার ঘোষণা


এক রুটের বাস অন্য রুটে চলায় ১১টি বাসকে ৪৮ হাজার টাকা এবং অন্যান্য অপরাধে ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া তিনটি বাস ডাম্পিংয়ে পাঠানো হয়েছে এবং একজনকে কারাদণ্ড দেওয়া হয়।

news24bd.tv/ কামরুল