খতিয়ে দেখা হচ্ছে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ : আইনমন্ত্রী

খতিয়ে দেখা হচ্ছে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ : আইনমন্ত্রী

Online Desk

এখনো ঝুঁকি কাটেনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। তাঁর চিকিৎসকের জানিয়েছেন, লিভার সিরোসিসে আক্রান্ত সাবেক এই প্রধানমন্ত্রীর দেহে ইতোমধ্যে একাধিকবার অভ্যন্তরিন রক্তক্ষরণের ঘটনা ঘটেছে। দেশে বিদ্যমান সর্বোচ্চ চিকিৎসা কৌশল প্রয়োগে খালেদা জিয়ার এই রক্তক্ষরণ সাময়িক নিয়ন্ত্রণ করা গেলেও যে কোন সময় তা আবার শুরু হতে পারে।

এর ফলে তার মৃত্যু ঝুঁকি বেড়ে যাবে, যেটি বাংলাদেশের চিকিৎসকদের আওতার বাইরে চলে যেতে পারে- এমন আশঙ্কাও প্রকাশ করেছে বিএনপি নেত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।

এই পরিস্থিতিতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন সরকারের কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে একাধিক আবেদন এসেছে।

আরও পড়ুন:

সিএনএনের সংবাদ উপস্থাপক বরখাস্ত

চট্টগ্রামেও হাফ ভাড়া নেওয়ার ঘোষণা 

আইনে কোনো সুযোগ আছে কি না তা খতিয়ে দেখছেন তারা। রোববার রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইন্সটিটিউটে আইনজীবীদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

 news24bd.tv/এমি-জান্নাত