উত্তপ্ত ময়মনসিংহের আনন্দমোহন কলেজ, হল বন্ধ ঘোষণা

উত্তপ্ত ময়মনসিংহের আনন্দমোহন কলেজ, হল বন্ধ ঘোষণা

Other

শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের ইউনিটকে জেলার অধীনস্থ ঘোষণা করে। এমন সংবাদ বিজ্ঞপ্তির পরই উত্তপ্ত হয়ে উঠে ময়মনসিংহের আনন্দমোহন কলেজ।

এ নিয়ে মহানগর ও জেলা ছাত্রলীগের অনুসারীদের মধ্যে উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ এবং হাতাহাতির ঘটনাও ঘটেছে। বন্ধ ঘোষণা করা হয়েছে সব  আবাসিক হল।

সৈয়দ নোমান

তিন ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগ ইউনিটটি ময়মনসিংহ জেলা ছাত্রলীগের অন্তর্গত। এমন সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেয় কলেজ ছাত্রলীগের একটি পক্ষ। বিপরীতে মাঠে নামে আরেকটি গ্রুপ। এনিয়ে তৈরি হয় উত্তেজনাকর পরিস্থিতি।

আরও পড়ুন:

সিএনএনের সংবাদ উপস্থাপক বরখাস্ত

চট্টগ্রামেও হাফ ভাড়া নেওয়ার ঘোষণা 

আনন্দমোহন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের দ্বন্দ্বের জেরে শনিবার দিনভরই ছিল উত্তেজনা। সংঘাত এড়াতে বন্ধ ঘোষণা করা হয় হলগুলো। হলও ছেড়ে যায় শিক্ষার্থীরা। হঠাৎ ক্যাম্পাস বন্ধ করে দেয়ায় শিক্ষার্থীরা বিপাকে। এ নিয়ে ক্ষোভও জানায় তারা।

এদিকে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের দাবি, গঠনতন্ত্রের নিয়মানুযায়ী কেন্দ্রীয় ছাত্রলীগ বিষয়টি আবারও বিবেচনা করবে।

শিক্ষকরাও বলছেন, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাস বন্ধ করা ছাড়া কোনো উপায় ছিল না। যদিও পুলিশ সবকিছু নিয়ন্ত্রণে আনার দাবি করছে।

গতবছরের নভেম্বরে আনন্দমোহন কলেজে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

 news24bd.tv/এমি-জান্নাত