নিম্নচাপ হয়েই পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে 'জওয়াদ'

ছবি: বিবিসি

নিম্নচাপ হয়েই পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে 'জওয়াদ'

অনলাইন ডেস্ক

শেষমেশ ঘূর্ণীঝড় নয়, নিম্নচাপ হয়েই ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে 'জওয়াদ'। যার জেরে সোমবার দিবাগত রাত থেকেই শুরু হয়েছে ভারি বৃষ্টি। টানা বৃষ্টিতে কলকাতার একাধিক অঞ্চলে বন্যার সম্ভাবনা রয়েছে।  

ভারতের আবহাওয়া বিভাগ বলেছে, আজ সোমবার ওড়িশা উপকূল থেকে নিম্নচাপটি আরও উত্তরপূর্বে সরেছে।

এটি ১০ কিলোমিটার প্রতিঘণ্টা বেগে এগোচ্ছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার থেকে পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে পারে। এছাড়া হাওড়া, কলকাতা, হুগলি, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত হতে পারে। ২৪ পরগনা, মেদিনীপুর ও ঝাড়গ্রামে অতিভারী বৃষ্টি হতে পারে।

ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়।    

ঘূর্ণিঝড়ের আশঙ্কা না থাকলেও জাওয়াদের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। কলকাতা, হুগলি, হাওড়াসহ রাজ্যের বেশ কিছু জেলায় আরো বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 


খেলাধুলার মূল কথা প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি: মেয়র আতিক


ঘূর্ণিঝড় দুর্বল হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মেদিনীপুর, ২৪ পরগনা, ঝাড়গ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টির দেখা দিয়েছে। এছাড়া হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

news24bd.tv রিমু