রাজধানীসহ সারাদেশে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, ভোগান্তিতে জনজীবন   

ফাইল ছবি

রাজধানীসহ সারাদেশে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, ভোগান্তিতে জনজীবন   

মাসুদা লাবনী

ঘূর্ণিঝড় জাওয়াদের-এর শক্তি কমে গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপে পরিনত হলেও এর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় টানা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীর কর্মজীবী ও শ্রমজীবী মানুষ। আবহাওয়া অধিদফতর বলছে, এই বৃষ্টি আজ সোমবার সারাদিন থাকবে।

দেশের বিভিন্ন জেলার সাথে সাথে রাজধানীতে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

এই বৃষ্টিতে রাস্তায় রিকশা ও অন্যান্য যানবাহনের চলাচল কম। এতে কর্মজীবী-স্কুলগামী ও সাধারণ মানুষ পড়েন বিপাকে। রাস্তায় যানবাহন কম থাকায় বেশি ভাড়াও গুনতে হচ্ছে যাত্রীদের।  

এছাড়া অনেক স্কুলে পরীক্ষা থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদেরও ভোগান্তি পোহাতে হয়।

ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় যানবাহনের জন্য।  

শ্রমজীবী-দিনমজুর থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষের জীবনে এমন বৃষ্টি বাড়িয়েছে কষ্ট। কেউ কেউ দু'বেলার খাবার জোগাড় করতে বেরুতে পারেনি। না খেয়ে শুয়ে পাড় করছেন অলস সময়।

আরও পড়ুন: 


 

নিম্নচাপ হয়েই পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে 'জওয়াদ'


আবহাওয়া অধিদফতরের বলছে, বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় 'জাওয়াদ' গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপে পরিনত হয়েছে। এতে, ফসলের ক্ষতি ছাড়া বাংলাদেশে খুব বেশি ক্ষতি হবে না।   

টানা দুই দিনের বৃষ্টি আর মেঘলা আকাশ স্বাভাবিক জীবনের ছন্দপতন ঘটিয়েছে নগরবাসীর জীবনে।

news24bd.tv রিমু