গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মাদকদ্রব্যসহ ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার সকাল ৬ টা থেকে সোমবার সকাল ৬ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন:
নাটোরে ট্রাক-ট্রেন সংঘর্ষ : ৪ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৯৮৮২ পিস ইয়াবা, ২৭৭.২ গ্রাম হেরোইন, ১০ কেজি ৮৩৫ গ্রাম গাঁজা ও ১২২ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।