রাজধানীর মোহাম্মদপুর কলেজগেট রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন রাস্তা থেকে অজ্ঞাত (২৭) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ সোমবার (৬ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে।
আরও পড়ুন:
নাটোরে ট্রাক-ট্রেন সংঘর্ষ : ৪ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু
র্যাবের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' নিহত ২
তিনি আরও জানান, মৃত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত হয়নি। সিআইডির টিম তার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
news24bd.tv/ কামরুল