নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে একটি বহুতল ভবনে ২০ বোতল ফেনসিডিল ও ৭ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত আবুল কাশেম (৬০) লক্ষ্মীপুর সদরের লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অজি উল্যাহ বেপারী বাড়ির মৃত আনা মিয়ার ছেলে।
রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের বায়তুল আঞ্জুমান ভবন থেকে তাকে আটক করা হয়।
নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) মো.সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
এবার হিন্দিতে ‘কাঁচা বাদাম’ নিয়ে হিরো আলম!
news24bd.tv এসএম