নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের অনীহা প্রধান চ্যালেঞ্জ

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের অনীহা প্রধান চ্যালেঞ্জ

অনলাইন ডেস্ক

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, তার প্রশাসন যুক্তরাষ্ট্রের নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহার বা অকার্যকর করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। তিনি রোববার রাতে ইরানের টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।

রাইসি বলেন, ভিয়েনা সংলাপে  নিজের পূর্ণ প্রস্তুতি প্রদর্শনের লক্ষ্যে সংকট সমাধানে দু’টি খসড়া প্রস্তাবও প্রতিপক্ষগুলোকে দিয়েছে। এর মাধ্যমে গোটা বিশ্বের প্রমাণিত হয়েছে যে, ইরান সম্মানজনক ও শক্তিশালী অবস্থানে থেকে ভিয়েনা সংলাপকে এগিয়ে নিতে চায়।

 তবে   জো বাইডেন প্রশাসনের অনিচ্ছা ও অনীহায় ভিয়েনা সংলাপ সফল হওয়ার পথে বড় অন্তরায় বলে জানান রাইসি।

আরও পড়ুন:

নাটোরে ট্রাক-ট্রেন সংঘর্ষ : ৪ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

র‌্যাবের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' নিহত ২

এদিকে, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবনে ইরানের সঙ্গে বিশ্ব পরাশক্তিদের চলমান আলোচনা উদ্বিগ্ন ইসরায়েল।  এই বিষয়ে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পরাশক্তি দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেত । সেই সঙ্গে হুঁশিয়ারি দেন পরমাণু সমঝোতার শর্ত অমান্য করায়  ইরানকে অবশ্যই কঠিন মাশুল দিতে হবে।

 news24bd.tv/এমি-জান্নাত