পরীক্ষার খাতা আনতে গিয়ে মারা গেলেন কলেজশিক্ষক 

ফাইল ছবি

পরীক্ষার খাতা আনতে গিয়ে মারা গেলেন কলেজশিক্ষক 

অনলাইন ডেস্ক

বাস-মাইক্রোবাস সংঘর্ষে চিকিৎসকসহ ফরিদপুরের মল্লিকপুরে নিহত হয়েছে ২ জন। আজ সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরের মল্লিকপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মাগুরাগামী দিগন্ত পরিবহন ও ঢাকাগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও দু'জন চিকিৎসক।

নিহতরা হলো, বোয়ালমারীর ডা. দিলীপ রায়, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডা. সুব্রত কুমার দাস (৩৫) ও মাইক্রোবাসের চালক মনির হোসেন মঞ্জু (৪০)। তিনি বোয়ালমারী উপজেলার কলিমাঝি গ্রামের সালাম মোল্লার ছেলে।

আরও পড়ুন:

নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের অনীহা প্রধান চ্যালেঞ্জ

নাটোরে ট্রাক-ট্রেন সংঘর্ষ : ৪ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

র‌্যাবের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' নিহত ২

বোয়ালমারী ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডা. আবুল বাশার সংবাদমাধ্যমকে জানান, সুব্রত কুমার মাইক্রোবাসে কলেজের পরীক্ষার খাতা ঢাকায় আনার জন্য যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাসচালক মনির হোসেন মারা যান।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন ঘটনার সত্যতা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 news24bd.tv/এমি-জান্নাত