গত ২৪ নভেম্বর ওমরার উদ্দেশে স্বামী রাকিবকে নিয়ে সৌদি আরব যান চিত্রনায়িকা মাহিয়া মাহি।
যাওয়ার আগে এয়ারপোর্টে তোলা কিছু ছবি ফেসবুকে পোস্ট করে মাহি লেখেন- আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার ওমরাহ করতে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে। রাকিব সরকার তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া।

এরপর ৩০ নভেম্বর নতুন কিছু ছবি পোস্ট করে মাহি ক্যাপশনে লেখেন, আপনার আত্মা সন্তুষ্ট করুন, সমাজ নয়।
এদিকে গুঞ্জন চলছে, ওমরার পর সিনেমায় অভিনয় করা ছেড়ে দেবেন মাহি। মাহির হাতে তিনটি সিনেমা রয়েছে। ওমরা শেষে মাহি দেশে ফিরে শুটিংয়ে যোগ দেবেন বলে পরিচালকরা আশাবাদী।
আরও পড়ুন:
নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের অনীহা প্রধান চ্যালেঞ্জ
নাটোরে ট্রাক-ট্রেন সংঘর্ষ : ৪ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু
র্যাবের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' নিহত ২

নায়িকার ঘনিষ্ঠরা জানিয়েছেন, ওমরাহ করার পর চলচ্চিত্র ছেড়ে দেবেন এই অভিনেত্রী। কাছের লোকদের এমনই ইঙ্গিত দিয়েছেন মাহি। তবে শোনা যাচ্ছে, মাহির হাতে যেসব সিনেমা আছে সেগুলো শেষ করেই চলচ্চিত্রকে বিদায় জানাবেন তিনি। চলচ্চিত্র ছাড়ার এই গুঞ্জনে ভক্তরা কষ্ট পেলেও তার ওমরাহ করার বিষয়কে ইতিবাচকভাবে দেখছেন অনেকেই।
বর্তমানে মাহির হাতে রয়েছে, ‘নরসুন্দরী’, ‘মাফিয়া’, ‘অহংকারী বউ’, ‘গ্যাংস্টার’সহ বেশ কিছু সিনেমা।
news24bd.tv/এমি-জান্নাত