সোমবার সকালে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ১৫টি বগি নিয়ে যাত্রা করে আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন। বেলা ৩টা ৪০ মিনিটে ট্রেনটি যাত্রাবিরতি শেষে ৩টা ৪২ মিনিটে পুনরায় যাত্রা শুরু করে ট্রেনটি।
পরে কয়েক গজ যেতেই ট্রেনের মাঝখানে বগির জয়েন্ট খুলে ট্রেনটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তারপর আশপাশের লোকজন চিৎকার করে বিষয়টি চালকের দৃষ্টিতে আনলে চালক ট্রেনটি থামান।
ট্রেনের যাত্রীরা বলেন, আমরা প্রথমে বুঝতে পারিনি। পরে দেখি আশপাশের লোকজন চিৎকার করছেন। জানালা দিয়ে দেখা যায় ট্রেনটি দুই ভাগ হয়ে গেছে। আর কিছু বগি নিয়ে আমাদের ট্রেন যাত্রা শুরু করেছে। ভাগ্য ভালো স্টেশনের কাছে এ ঘটনা ঘটেছে। তা না হলে বড় সমস্যায় পড়তাম।
আরও পড়ুন:
নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের অনীহা প্রধান চ্যালেঞ্জ
নাটোরে ট্রাক-ট্রেন সংঘর্ষ : ৪ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু
র্যাবের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' নিহত ২
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মো. জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, জয়ন্তিকা এক্সপ্রেসটি মনতলা স্টেশন থেকে ছেড়ে যাবার পর চলতে শুরু করলে হঠাৎ ১১ নম্বর বগির জয়েন্ট খুলে যায়। আর এতে ট্রেনটি দুই ভাগে ভাগ হয়ে যায়।
news24bd.tv/এমি-জান্নাত