নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের সিরাজউদ্দিনপুর জামে মসজিদের ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইমাম হাফেজ মো. সেলিম (৪০)।
সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের শিবপুর গ্রামের মো. সরু মিয়ার ছেলে।
রোববার রাতের কোনো এক সময় তার শয়ন কক্ষে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানান সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন।
স্থানীয় সূত্রে জানায়, ইমাম মো. সেলিম রোববার দিবাগত গভীর রাতের কোনো এক সময় শয়ন কক্ষে বৈদ্যুতিক পাখার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। আজ ভোরে ইমাম ফজরের নামাজ পড়াতে না আসায় মুসল্লিরা তার কক্ষে গেলে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। পরে মসজিদ কমিটি পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেন।
ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, খবর পেয়ে সোমবার সকাল সাড়ে ৬ টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।
বিষয়টি খতিয়ে দেখে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে বলে জানান ওসি।
news24bd.tv/তৌহিদ