ব্রিটেনে ভ্রমণে দেখাতে হবে করোনা নেগেটিভ প্রতিবেদন

ফাইল ছবি

ব্রিটেনে ভ্রমণে দেখাতে হবে করোনা নেগেটিভ প্রতিবেদন

অনলাইন ডেস্ক

ব্রিটেনে ভ্রমণের ক্ষেত্রে যাওয়ার আগেই করোনাভাইরাস পরীক্ষার ‘নেগেটিভ’ প্রতিবেদন দেখাতে হবে। করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তারের কারণে দেশটি আবার এ নিয়ম চালু করেছে। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

আগামিকাল মঙ্গলবার থেকে ব্রিটেনের উদ্দেশে যাত্রা করা সবাইকে বিমানে ওঠার আগে ৪৮ ঘণ্টার মধ্যে নেওয়া করোনা পরীক্ষার নেগেটিভ প্রতিবেদন দেখাতে হবে।

গত শনিবার রাতে ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ নির্দেশনা দিয়েছে।

আরও পড়ুন:

নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের অনীহা প্রধান চ্যালেঞ্জ

নাটোরে ট্রাক-ট্রেন সংঘর্ষ : ৪ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

র‌্যাবের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' নিহত ২

এই নিয়ম প্রযোজ্য হবে যে কোনো দেশ থেকে আসা ১২ বছরের বেশি বয়সী সবার ক্ষেত্রে। বর্তমানে ব্রিটেনে পৌঁছার পর যাত্রীদের দুই দিনের মধ্যে পিসিআর টেস্ট করতে হচ্ছে।

এ ভ্রমণ বিধি-নিষেধ আরোপে ক্ষুব্ধ হয়েছেন পরিবহনশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।

বিজনেস ট্রাভেল অ্যাসোসিয়েশন বলেছে, এ ধরনের পদক্ষেপ পরিবহনশিল্পের জন্য বড় ধরনের আঘাত।

news24bd.tv/এমি-জান্নাত