সরকারের তথ্য প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান এখন দেশজুড়ে তুমুল বিতর্কিত একটি নাম। একের পর এক তার বিকৃত অশালীন বক্তব্য, প্রতিহিংসামূলক আক্রমনাত্নক অঙ্গভঙ্গি সব মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তিনি। তার ‘নারীবিদ্বেষী’ বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিএনপির শীর্ষস্থানীয় একজন নেতার কন্যাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
এসব বক্তব্য ও অডিও সত্য হলে বিষয়টি আওয়ামী লীগের দলীয় ফোরমে আলোচনা হবে বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হানিফ বলেন, প্রতিমন্ত্রীর কাছ থেকে এই ধরনের বক্তব্য কোনভাবেই কাঙ্খিত নয়। একই সঙ্গে জাইমা রহমানকে নিয়ে করা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বক্তব্য 'অগ্রহণযোগ্য' বলেন তিনি।
আরও পড়ুন : প্রতিমন্ত্রী মুরাদ ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন: ফখরুল
হানিফ বলেন, আমি তার (ডা. মুরাদ) দেওয়া বক্তব্যটি পুরোটা শুনিনি। তবে যেটুকু শুনেছি আমি ব্যক্তিগত ভাবে মনে করি সেটি একেবারেই 'অগ্রহণযোগ্য'। এটি অনাকাঙ্ক্ষিত। আমরা তার বক্তব্য এবং যেগুলো অডিও ক্লিপ পেয়েছি সেগুলো যদি সত্য হয় তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবো। '
news24bd.tv/আলী