আজ ঢাকা আসছে ভারতের পররাষ্ট্র সচিব 

ফাইল ছবি

আজ ঢাকা আসছে ভারতের পররাষ্ট্র সচিব 

অনলাইন ডেস্ক

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা দু’দিনের সফরে আজ ঢাকা আসছেন। সফরকালে তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক ও পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এতে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৫ থেকে ১৭ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দের ঢাকা সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। এ ছাড়া আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ দেয়ার সম্ভাবনা নিয়েও আলাপ হবে।

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন শ্রিংলা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ও ভারত শীর্ষ পর্যায়ের সফর বিনিময় জোরদার করেছে। ১৯৭১ সালে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে ভারতের স্বীকৃতি দেয়া উপলক্ষে ঢাকা ও দিল্লিসহ বিশ্বের ১৮টি শহরে যৌথভাবে ‘মৈত্রী দিবস’ পালন করা হচ্ছে।