শরবত খেয়ে হাসপাতালে ৩০

শরবত খেয়ে হাসপাতালে ৩০

লাবলু মোল্লা • মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদরে এক ইফতার মাহফিলে শরবত খেয়ে অন্তত ৩০ জন নারী-পুরুষ অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

কাল সন্ধ্যায় পঞ্চসার ইউনিয়নের ঘাষিপুকুরপাড় এলাকায় জনৈক সোলায়মান শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।

অসুস্থদের প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।  

এলাকাবাসী জানান, মুসল্লিদের ইফতার করানোর জন্য সোলায়মান শেখ দাওয়াত দেন। ইফতার খেয়ে নামাজ আদায় করার আগেই অনেকে অসুস্থ হতে থাকেন। পরে একে একে অন্যরাও অসুস্থ হয়ে পড়েন।

news24bd.tv

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক আফজাল হোসেন জানান, ফুড পয়জনিংয়ের (খাদ্য বিষক্রিয়া) কারণে এটা হয়েছে।  

হাসপাতালে ভর্তি আব্দুল করিম (৪৮) জানান, শরবত খাওয়ার পর মাথাটা ঘুরতে শুরু করে। এরপর আর ইফতার করতে পারছিলাম না। কিছুক্ষণ পর নামাজে দাঁড়ানোর আগেই বমি আর পাতলা পায়খানা শুরু হয়। আমি একটু কম খেলেও অনেকে খালি পেটে অনেকটা খেয়েছেন। তাদের অবস্থা আরও খারাপ।

লাবলু/অরিন/নিউজ টোয়েন্টিফোর


 

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর