সু চির কারাদণ্ডের মেয়াদ কমানোর ঘোষণা

ফাইল ছবি

সু চির কারাদণ্ডের মেয়াদ কমানোর ঘোষণা

অনলাইন ডেস্ক

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির কারাদণ্ডের মেয়াদ কমানোর ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার।  

গতকাল সোমবার তাকে চার বছরের কারাদণ্ড দেন সামরিক আদালত। পরে জান্তা সরকারের পক্ষ থেকে বলা হয়, চার বছরের বদলে সু চি কে দুই বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

আরও পড়ুন: 


 

সু চির চার বছরের কারাদণ্ড 


উল্লেখ্য, অং সান সু চির বিরুদ্ধে করোনাসংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ ও অভ্যুত্থানকারী সামরিক সরকারের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয় এই দুই মামলায়।

রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গসহ তাঁর বিরুদ্ধে আরও ৯টি মামলা করেছে জান্তা। সব ক'টিতে দোষী সাব্যস্ত হলে ১০০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে তাঁর।

news24bd.tv রিমু