'ভুল করে থাকলে' ক্ষমা চাইলেন ডা. মুরাদ

ফাইল ছবি

'ভুল করে থাকলে' ক্ষমা চাইলেন ডা. মুরাদ

চলমান বিতর্কের মুখে এবার ফেসবুকে ক্ষমা চাইলেন ডা. মুরাদ হাসান। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে ক্ষমা চান তিনি।  

ফেসবুকে ডা. মুরাদ হাসানের স্ট্যাটাস

ফেসবুক পোস্টে ডা. মুরাদ হাসান বলেন,

"আমি যদি কোন ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন।  

মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নিবো আজীবন।

 

জয় বাংলা 
জয় বঙ্গবন্ধু"

প্রসঙ্গত, অশালীন, শিষ্টাচারবহির্ভূত ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেওয়ায় ডা. মুরাদ হাসানকে মঙ্গলবারের (৭ ডিসেম্বর) মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের এক সদস্য সম্পর্কে ডা. মুরাদ হাসানের বক্তব্যে নারী বিদ্বেষের অভিযোগ ওঠে। এরপর নায়িকা মাহিয়া মাহির সঙ্গে তার ফোনালাপ ফাঁস হয়।