জুম কলে ডেকে ছাঁটাই করা হল ৯০০ কর্মীকে

প্রতীকী ছবি

জুম কলে ডেকে ছাঁটাই করা হল ৯০০ কর্মীকে

অনলাইন ডেস্ক

একটি জুম কলে ডাকা হয়েছিল একটি কোম্পানির ৯০০ কর্মীকে। সেখানে কোম্পানির সিইও সবাইকে জানান, কোম্পানির স্বার্থে সবাইকে চাকরীচ্যুত করা হলো! সোমবার (৬ ডিসেম্বর) এই ঘটনা ঘটে।

মার্কিন কোম্পানি বেটার ডট কম-এর সিইও বিশাল গর্গ এই ঘটনা ঘটান। সেখানে তিনি বলেন, আমাদের কোম্পানি ক্রান্তিকাল অতিক্রম করছে।

এ পরিস্থিতিতে, প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে অন্তত ১৫ শতাংশ কর্মী ছাঁটাই করতে হবে। তাই, যে ৯০০ কর্মী এই জুমকলে অংশ নিয়েছেন তাদের সবাইকে চাকরিচ্যুত করা হলো।

পরে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।  

তবে কর্মীদের চাকরীচ্যুত করলেও তাদেরকে একেবারে বঞ্চিত করেননি বিশাল।

চাকরি হারানো কর্মীদের ৪ সপ্তাহের ক্ষতিপূরণ এবং এক মাস সম্পূর্ণ সুযোগ-সুবিধা ও দুই মাসের বিমার প্রিমিয়াম দেয়ার কথা জানান তিনি।

প্রসঙ্গত, বেটার ডট কম-এর সিইও বিশাল গর্গ ভারতীয় হলেও এটি একটি মার্কিন প্রতিষ্ঠান। এটি ক্লায়েন্টদেরকে অনলাইনে হাউজিং ফাইন্যান্স সুবিধা দিয়ে থাকে।

news24bd.tv/নকিব